দানবীর সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া, বহেড়াতৈল ও কালিয়া, কাকড়াজান ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের পর আজ যাদবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাত হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এ শীতবস্ত্র বিতরণের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার যাদবপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে প্রায় ৭ হাজার পিস কম্বল, সুয়েটার ও টুপি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাসাইল–সখীপুর এলাকার শীতার্ত মানুষের জন্য পর্যায়ক্রমে মোট দেড় লাখ (১,৫০,০০০) শীতবস্ত্র বিতরণ করবেন সালাউদ্দিন আলমগীর।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, শীতের তীব্রতা মোকাবিলায় এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। মানবিক এ কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দানবীর সালাউদ্দিন আলমগীর বলেছেন, “আমরা বছরের অনেক সময় আপনাদের সম্মান হিসাবে উপহার দেই। এলাকার সন্তান হিসেবে উপহার দেই, এর বিনিময়ে কখনো ভোট দেবেন না। আমার দেওয়া উপহারের বিনিময়ে যদি কেউ আমার জন্য ভোট চাইতে আসে, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন। ভোট আপনার—যাকে ভালো লাগে তাকেই দিবেন।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর