নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা আক্তার, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক এস এম মাহবুবুর রশিদ লাবলু, জহির ঠাকুর, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, এড.তারিকুজ্জামান লিটু, এড.আলমগীর সিদ্দিকী, হাফিজুল নিলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বিলের জলাবদ্ধতা, খাস জমি দখল, নদী দখল, কৃষি ও সার ব্যবস্থাপনা ও সাংবাদিকদের নিরাপত্তাসহ নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন। সবশেষে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর