ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক বসেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টা ৪০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানে নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
সিইসি দপ্তর সূত্রে জানা যায়, নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। হবে।
আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ গণভোট আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর