সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নদী বন্দর চত্বরে বরগুনাবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলে বরগুনার গণমানুষের নেতা নজরুল ইসলাম মোল্লার সুস্থতাও কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা জেলা জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, বিএনপি নেতা এ জেড সালেহ, ফারুক রেজবুল কবির, কেএম সফিকুজ্জামান, মাহফুজ, বাবুল হাওলাদার। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসাদুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করে দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। একই সাথে বরগুনার গণমানুষের নেতা নজরুল ইসলাম মোল্লার সুস্থতা কামনা করে তার রাজনৈতিক কর্মকাণ্ডে দ্রুত ফিরে আসার জন্য দোয়া করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর