ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আরো ২ শিশুসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকার কাছে টেকেরহাট থেকে ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।
দুর্ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বাসচাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, ফলে যাত্রীরা ঘটনাস্থলেই মারা যান। উদ্ধারকাজ ও তদন্ত চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর