আমতলীতে অবৈধ ভাবে সরকারি জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার ৫ডিসেম্বর সকাল ১০ঘটিকায় উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়ায় অবস্থিত বিজয় এন্ড শিশির (বনানী ব্রিকস) এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে সরকারি জায়গায় মাটি কেটে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানার অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশনা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আমতলী সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আশরাফুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা ও আমতলী থানা পুলিশের একটি দল।
কুশল/সাএ
সর্বশেষ খবর