বগুড়ার শেরপুরে হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার হাটখোলা বাজার এলাকায় চুরির ঘটনাটি ঘটে। গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০টার দিকে তার কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে বাজারে আসেন। বাজার শেষে ফিরে এসে তিনি দেখেন, যথাস্থানে রাখা মোটরসাইকেলটি নেই।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ও বিকেলে আরও দুটি চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ নামের এক ব্যক্তি বাসার সামনে তার কালো রঙের আরটিআর (RTR) মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে।
একই দিন বিকেল ৪টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান বাসার সিঁড়ির নিচে তার পালসার মোটরসাইকেলটি রেখে বাসায় ওঠেন। বিকেল ৫টার দিকে পুনরায় বের হওয়ার জন্য নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি উধাও।
একের পর এক চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, চুরির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম গুরুত্বের সাথে কাজ করছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর