আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনা ফলহীন হওয়ার পর থেকেই প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে।
শুক্রবার গভীর রাতে সীমান্তের নানা পয়েন্টে গোলাগুলির ঘটনা ঘটে। দু’পক্ষই একে অপরকে প্রথমে হামলা চালানোর অভিযোগ করেছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্স-এ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোল্দাক এলাকায় “আক্রমণ চালায়”, এরপর আফগান বাহিনী পাল্টা জবাব দেয়।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মুশাররাফ জাইদি দাবি করেন, আফগান বাহিনী চামান সীমান্তে “অবৈতনিক গুলি” চালায়। তিনি বলেন, পাকিস্তান তার ভূখণ্ড রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে।
আফগান সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে। কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বলেন, পাকিস্তানি বাহিনী হালকা–ভারী অস্ত্র ব্যবহার করে এবং মর্টারের গোলা কিছু বাড়িঘরে পড়ে। পরে দু’পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর