ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)- এর সহসভাপতি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তারুণ্য ও মাটির রাজনীতিকে ধারণ করতে হবে। তিনি বলেন, “লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।”
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
সাদিক কায়েম আরও বলেন, “বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।”
তিনি উল্লেখ করেন, “৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি।”
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর