বগুড়ার জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে সাবিকুন নাহার (৪৩) নামে এক টেইলার্স কর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সাবিকুন নাহারের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দল পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ থেকে ৪ দিন আগে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তিনি ওই ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন। এলাকাবাসী জানান, দুই দিন হল তাকে এলাকার মধ্যে দেখা যাচ্ছিল না। রাতে তার বাড়িতে এসে ডাকাডাকি করলেও কক্ষ থেকে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান তিনি নড়াচড়া করছেন না। বিষয়টি নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে অসুস্থতার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।" এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর