বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল পাংশা উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন জেলা তরুণদল।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী ১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনে এ কমিটি গঠন করা হয়েছে।
রাজবাড়ী জেলা তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
পাংশা উপজেলা কমিটিতে সভাপতি করা হয়েছেন জাতীয়তাবাদী পরিবারের সন্তান সবুজ পারভেজ (রয়েল) কে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয়তাবাদী দলের সক্রিয় সদস্য আরিফুল ইসলাম বিল্লাহকে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজিব খান (জেমস), সহ-সভাপতি মোঃ সাব্বির সরদার, মোঃ মিজানুর রহমান, মোঃ রাজিব, রনি প্রামানিক, আবু হানিফ, মোঃ পরশ মন্ডল, সাধারণ সম্পাদক হয়েছেন- মোঃ আরিফুল ইসলাম (বিল্লাহ), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নূর আলম জিকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাজু, মোঃ সিদ্দিক প্রামানিক, ওবায়দুর রহমান, মোঃ আইয়ুব আলী, মোঃ ইব্রাহীম মন্ডল, আশিক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচুর রহমান, মোঃ কামরুল হাসান, মোঃ মিলন বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মারিয়া খান, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত, যুব বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী রহমান লিটন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম, আইন ও মানবধিকার বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ হায়দার, ক্রিয়া সম্পাদক আবু বক্কর, ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওলিউল্লাহ, প্রচার সম্পাদক ইকরাম হোসেন, সদস্য মোঃ নাজমুল, মোঃ নয়ন সরদার, টিটু বিশ্বাস, মোঃ রোকন, মোঃ শামীম, বায়জিদ, মোঃ শান্ত, ফিরোজ, মোঃ শিহাব ও মোঃ তুহিন।
কমিটি গঠন কালে এ উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রকিব মেহেদী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহবায়ক এস এম কাওসার মাহমুদ, জেলা তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল প্রমুখ।
পাংশা উপজেলা তরুণ দলের সভাপতি সবুজ পারভেজ রয়েল বলেন আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে তরুন দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে, আপনারা দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। আপনারা সকলেই জানেন আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা মমতাময়ী মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর