‘এসো মিলি লাল সবুজের পতাকায়’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবার (৭ ডিসেম্বর) সকালে পৌরশহরের সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্র যৌথভাবে নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীর মধ্যে সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সমবেত শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে সকাল ১০টার দিকে সেঁজুতি অঙ্গনে শিক্ষক মনি গাঙ্গুলীর সভাপতিত্বে শিক্ষক শঙ্করী পাঠকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান, শিশু শিক্ষার্থী শায়ন সরকার, মালিহা জাহান ও ঝুম আচার্য প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর টানা দুই দিন দুই রাত যুদ্ধের পর মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা মিলে নালিতাবাড়ী শহরে প্রবেশ করে পাকহানাদার বাহিনীকে হটিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে বিজয় উল্লাস করে। শত্রুমুক্ত হয় নালিতাবাড়ী। বিজয়ের উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। পাক হানাদার মুক্ত হয় নালিতাবাড়ী।
কুশল/সাএ
সর্বশেষ খবর