নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)- এর আয়োজনে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ আয়োজন ‘মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০’ শুরু হয়েছে।
সোমবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান এই তিন ক্ষেত্রে মেধা, সৃজনশীলতা ও দক্ষতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াডের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন এইচএসসি ২০২৪ ও ২০২৫, সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা; একইসঙ্গে ২০২৬ ও ২০২৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে উপযুক্ত শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে ০৩ ডিসেম্বর থেকে যা চলবে আগামী ০৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইন স্ক্রিনিং রাউন্ড (Online Screening Round)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সকল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে দ্রুত নিবন্ধনের অনুরোধ জানিয়েছে। www.nub.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে (রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি)।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়নের গ্র্যান্ড প্রাইজ রাখা হয়েছে ১ লাখ টাকা, আর শীর্ষ ফাইনালিস্টদের মধ্যে মোট ১ লাখ ৫০ হাজার টাকার বেশি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি, বিশ্লেষণী দক্ষতা ও জাতীয় পরিমণ্ডলে পরিচিতি তৈরির একটি অনন্য সুযোগ সৃষ্টি করবে এই অলিম্পিয়াড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কলেজে আমন্ত্রণ পাঠিয়েছে। আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, এই আয়োজন তরুণ প্রজন্মকে চিন্তাশক্তি বিকাশ, উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার পথে অনুপ্রাণিত করবে। অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা যাচাই করার পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
অলিম্পিয়াড উদ্ধোধন পরবর্তী বক্তব্যে উপাচার্য বলেন, ‘মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০-এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এমন এক মেধাবিনির্মাণ প্ল্যাটফর্ম দিচ্ছি, যেখানে তারা নিজেদের চিন্তাশক্তি, উদ্ভাবনী দক্ষতা ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক যোগ্যতা বিকশিত করতে পারে। ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই আয়োজন তাদের প্রস্তুত করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হওয়ার পথকে আরও সুদৃঢ় করবে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর