১৬ডিসেম্বর ৫৫ তম মহান বিজয় দিবস সারা দেশের ন্যায় রৌমারীতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে রৌমারী কেন্দ্রিয় শহীদ মিনারটি।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে রৌমারী কেন্দ্রিয় শহীদমিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখা, রৌমারী প্রেসক্লাব, রিপোটার্স প্রেসক্লাব, অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী, উপজেলার সকল বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে সকাল ৯ টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে বিজয় মেলা উদ্বোধন করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর