মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। সভাপতিত্ব করেন বরগুনা পুলিশ সুপার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দেশের মুকুট এই রাষ্ট্রের মুকুট যারা দেশ নির্মাণের সাহসী সৈনিক। বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন , সেই প্রত্যাশা পরবর্তী জেনারেশন পূরণ করতে পারিনি। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মান জানানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারবর্গের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর