বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড দেশের তিনজন খ্যাতনামা সৃজনশীল ব্যক্তিত্ব-সংগীতশিল্পী অর্নব, অভিনেত্রী ও স্থপতি অপি করিম এবং ফ্যাশন ডিজাইনার সারা করিম, এর সঙ্গে এক বিশেষ সৃজনশীল সহযোগিতার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের আওতায় তাঁরা যৌথভাবে নির্মাণ করবেন ‘বার্জার ইল্যুশনস’-এর জন্য এক্সক্লুসিভ ডিজাইন, যা বার্জার এক্সপেরিয়েন্স জোনের মাধ্যমে প্রিমিয়াম টেক্সচার্ড পেইন্টিং সার্ভিস হিসেবে গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।
সৃজনশীলতা যে কোনো একটি মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বিশ্বাসকে কেন্দ্র করেই এই ব্যতিক্রমী উদ্যোগ। সংগীত, স্থাপত্য, ফ্যাশন ও ভিজ্যুয়াল আর্টের সমন্বয়ে এই সহযোগিতা নতুনভাবে ভাবতে শেখাবে, দেয়াল কীভাবে আবেগ, পরিচয় ও কল্পনাকে প্রকাশ করতে পারে। বার্জারের সঙ্গে অংশীদারিত্বে তিন শিল্পী তাঁদের নিজ নিজ সৃজনশীল দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষ ‘ইল্যুশনস’ তৈরি করবেন, যা টেক্সচার্ড সারফেসের মাধ্যমে রূপ পাবে বার্জার ইল্যুশনস-এ।
এই শিল্পী-অনুপ্রাণিত ইল্যুশনসগুলো বার্জারের সিগনেচার ইল্যুশনস কালেকশনের সঙ্গে প্রদর্শিত হবে এবং বার্জার এক্সপেরিয়েন্স জোনের মাধ্যমে সারা দেশে গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে যে কেউ নিজের ঘরেই উপভোগ করতে পারবেন খ্যাতনামা শিল্পীদের সৃজনশীলতার অনন্য ছোঁয়া, যেখানে দেয়াল হয়ে উঠবে ব্যক্তিগত রুচি ও শিল্পের প্রকাশ।
এই সহযোগিতা সম্পর্কে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী বলেন, “ভিন্ন ভিন্ন সৃজনশীল জগৎ একত্রিত হলে সৃজনশীলতার নতুন রূপ তৈরি হয়। এই উদ্যোগের মাধ্যমে বার্জার ইল্যুশনস এমন একটি পরিসর তৈরি করেছে , যেখানে বিভিন্ন শিল্পীর কল্পনা দেয়ালকে রূপ দিচ্ছে অনুভূতির ক্যানভাসে-যা বাংলাদেশের ঘরে ঘরে নতুনভাবে দেয়ালকে অনুভব করার সুযোগ তৈরি করবে।”
এই উদ্যোগ বার্জারের উদ্ভাবন, নান্দনিকতা ও সৃজনশীলতার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন, যেখানে রং শুধু দেয়াল নয়, বরং মানুষের অনুভূতি ও জীবনধারাকেও রূপ দেয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর