মৌলভীবাজার জেলার জুড়ীতে জমকালো আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে টিএন খানম সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াব জুড়ী উপজেলার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ রুলন, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, যুবদল নেতা ফয়ছল আহমেদ, জাহিদ হাসান জমির, কোয়াব জুড়ী উপজেলার সহ-সভাপতি জাকির আহমেদ তানিম, তছিরুল ইসলাম, খালেদ সারোয়ার, বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেদ হোসেন।
এছাড়াও এসময় কোয়াব জুড়ী উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লা বাহার, আমির হোসেন, ফারুক আহমেদ, হারুনুর রশীদ, সোহেল আহমদ, জামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২০ শে ডিসেম্বর শনিবার সকালে ভবানীপুর সমাজ কল্যাণ স্থংস্থা বনাম ফ্রেন্ডস সার্কেল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে খেলা মাঠে গড়াবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টে ২০ টি দল অংশ গ্রহণ করবে।
কোয়াব জুড়ী উপজেলার সভাপতি আব্দুল আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এবং জুড়ী উপজেলার ক্রিকেট অঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। টুর্নামেন্ট সফল ও স্বার্থক করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর