বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করেছে শুভেচ্ছা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রোকেয়া হল-ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন হয়ে রোকেয়া হলের পাদদেশে গিয়ে তা শেষ হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
এতে অন্যান্যদের মধ্যে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতারসহ ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা ওই শুভেচ্ছা মিছিলে অংশ নেন। এসময় শুভেচ্ছা মিছিল থেকে এসময় ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘মেঘনা নদী বহমান, তারেক রহমান’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ নানা স্লোগান দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর