নড়াইলে সংসদীয় আসন দুইটি। লোহাগড়া উপজেলা ও সদর উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নড়াইল-২ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে প্রার্থী ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালের নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনের ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়াও শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে ফরিদুজ্জামান ফরহাদের দল এনপিপি।
এর আগে গত ৪ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ডা. ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দিল দলটি। এ আসনে মনিরুল ইসলাম ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ বেশ কয়েকজন।
এর আগে গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, নড়াইল-২ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পরবর্তীতে গত ৪ ডিসেম্বর মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়ন দেয় দলটি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর