সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জারিকৃত নির্বাচনী আচরণবিধিমালা এবং অন্যান্য আইন মোতাবেক একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু এবং সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
অভিযানকালে বাদাঘাট বাজারের বিভিন্ন প্রান্তে ও কয়েকটি যানবাহনে নির্বাচনী বিলবোর্ড, ব্যানার ও স্টিকার লক্ষ্য করা যায় এবং সেগুলো অপসারণ করা হয়। স্থানীয় জনগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট ও যথাযথ কাগজপত্র ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারাসমূহ ভঙ্গের অভিযোগে ৫টি মামলায় ৪,৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়াও, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত খাদ্যপণ্য, মসলা, আয়ুর্বেদিক পণ্যসহ ক্ষতিকর সামগ্রী মজুদ ও বিক্রয়ের অপরাধে বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা ভঙ্গের অভিযোগে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এই তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার ও সড়কে নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর