ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সিপিআইএম কর্মীরা বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ এবং প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সেলিম বলেন, “শেখ হাসিনা যাবেন কি থাকবেন, তা সিদ্ধান্ত নেবে মোদি সরকার। আগে তারা বাংলাদেশ নিয়ে খোলাখুলি কথা বলতেন, কিন্তু এখন কেন চুপ, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের আন্তর্জাতিক চাপ ও শর্তের কারণে ভারত সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। বাংলাদেশ এবং ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এ বিষয়টি রাজনৈতিক মহলে বিতর্কিত হয়ে উঠেছে।”
সিপিআইএমের এ মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সমঝোতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা আগ্রহ দেখাচ্ছেন।
তবে ভারতের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্র বলছে, ভারত এই ধরনের সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান বিবেচনা করছে।
সিপিআইএমের এই মন্তব্যের প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ভবিষ্যতে আরও জটিলতা দেখা দিতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর