জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ এ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, প্রতিটি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এছাড়া বিভিন্ন বিভাগের মোট ১০ জন শিক্ষক কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি স্বতন্ত্র ও মর্যাদাসম্পন্ন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। তিনি বলেন, “ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগের পরিবর্তে আমরা দলগতভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে কাজ করতে চাই। নিয়মিত দায়িত্বের পাশাপাশি নতুন ও ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।”
উল্লেখ্য, বর্তমান শিক্ষক সমিতির কমিটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং পরবর্তীতে তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। নতুন নেতৃত্ব শিক্ষকসমাজের ঐক্য ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর