যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তথ্য সংগ্রহের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কেন তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে তথ্য পাচার সংক্রান্ত অভিযোগ করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। উক্ত অভিযোগের ভিত্তিতে ৩১/০৮/২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অফিস সহকারী মোঃ আশরাফুল ইসলাম সাথে যোগসাজশে ষড়যন্ত্রের মাধ্যমে ঐ দপ্তরের গোপনীয় নথি সংগ্রহ করার অভিযোগটি তদন্তে সত্য বলে প্রমাণিত হয়। যা চাকুরী শৃঙ্খলা পরিপন্থী এবং শিষ্টাচার বর্হিভূত কর্মকাণ্ড।
রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, তথ্য পাচার সংক্রান্ত কার্যকলাপ যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি-২ (ঘ), বিধি-৩ (১) (খ) এর লঙ্ঘন অনুযায়ী এবং গত ০৩/১২/২০২৫খ্রি. তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১১০তম সভার সিদ্ধান্ত-১১০/৪০ (ক) মোতাবেক প্রকৌশলী মিজানুর রহমান ও অফিস সহকারী আশরাফুল ইসলামকে সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
একই সাথে বিধি ৫ (ঝ) ও ৫ (ঠ) অনুযায়ী শাস্তি আরোপের ভিত্তি থাকায় বিভাগীয় কার্যধারার অংশ হিসেবে অভিযুক্তদের অভিযোগনামা প্রেরণ করা হয়েছে। একই বিধির বিধি ৬ (৩) (ঘ) মোতাবেক কেনো তাদেরকে 'চাকুরী হইতে বরখাস্তকরণ (Dismissal) করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান কর্তৃক প্রণীত গ্যালারীর এসি মেরামত কাজের ত্রুটিপূর্ণ প্রাক্কলনে অস্বাভাবিক দাম থাকায় তাতে স্বাক্ষর না করে সংশোধনের জন্য ফেরত দিলে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে প্রতিহিংসামূলক তার দপ্তরের তথ্য পাচারের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন ড. রাফিউল। অভিযোগনামা অনুযায়ী প্রকৌশলীর বিরুদ্ধে "ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তথ্য পাচার সংক্রান্ত অভিযোগ" হলেও একই অভিযোগনামায় তদন্ত প্রতিবেদনে "ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অফিস সহকারী মোঃ আশরাফুল ইসলামের সাথে যোগসাজশে যড়যন্ত্রের মাধ্যমে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের গোপনীয় নথি সংগ্রহ" অভিযোগটি তদন্তে সত্য বলে প্রমাণিত উল্লেখ রয়েছে। একই অভিযোগনামায় রয়েছে দুই রকম বক্তব্য। যা অভিযোগের সাথে তদন্তের কোনো ভিত্তি নেই। তিনি আরও জানান, কমিটির সদস্য সচিব হওয়া সত্ত্বেও কেন প্রকৌশলী মিজানুর রহমানকে স্বাক্ষর ছাড়াই ত্রুটিপূর্ণ ডকুমেন্টস দিয়ে এসি মেরামতের নামে রাষ্ট্রীয় অর্থ অনিয়মের মাধ্যমে খরচ করা হল এ বিষয়ে তিনি অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
প্রকৌশলী কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সঠিক নিয়ম অনুসরণ না করে নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান পাচার করেছেন। এ অভিযোগের প্রমাণসহ আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযোগ করি। পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এখানে প্রকৌশলীকে ফাঁসানোর প্রশ্নটি সম্পূর্ণ অবান্তর ও অযৌক্তিক।
এসি মেরামতের ক্ষেত্রে ২০২৪ সালের অক্টোবর থেকে একাধিকবার প্রকৌশলী দপ্তরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এক্ষেত্রে প্রকৌশলী দপ্তর গড়িমসি করেছে। পরবর্তীতে বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ২০২৫ সালের কনফারেন্স কার্নিভালে বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার স্বার্থে দপ্তরের ক্রয় কমিটির প্রাক্কলন তৈরী করার মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক অনুমোদন নিয়ে দপ্তরের নিজস্ব বাজেট থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম যথাযথভাবে অনুসরণ করে এসি মেরামতের কাজ করা হয় এবং এখানে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের প্রশ্নটিও অপ্রাসঙ্গিক। এতে গ্যালারির যৌথ একাউন্টের অর্থ ব্যবহার করা হয়নি এবং সকল হিসাব তদন্ত কমিটিতে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আহসান হাবীব বলেন, তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তাঁর বক্তব্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তরা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর