তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়া, দেশ, জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষার দায়িত্ব নিতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার লড়াই সংগ্রামের যে আপসহীনতা এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং সবার আগে তিনি স্থান দিতেন দেশের জনগণের, জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন তা আমরা তার সে আদর্শকে লালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই সেই লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, তার (খালেদা জিয়ার) এই রেখে দেওয়া লড়াই আমরা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াই অব্যাহত রাখব এবং অবশ্যই অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বিজয়ী হয়েছিলেন যুগে যুগে বিজয়ী হয়েছিলেন আগামীতে বাংলাদেশ বিজয়ী হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, ছাত্রদল বিজয়ী হবে ইনশাআল্লাহ।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালন, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর