ভেনেজুয়েলায় মার্কিন ডেল্টা ফোর্সের ঝটিকা অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই অভিযানে ব্রিটেনের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, এই সামরিক অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো কথাও হয়নি। দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতিতে সব তথ্য যাচাইয়ের ওপর জোর দিয়েছেন তিনি।
এদিকে মার্কিন এই পদক্ষেপকে কেন্দ্র করে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি ভেনেজুয়েলা সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের খবর নিশ্চিত করেছেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সরাসরি নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন এই সামরিক কর্মকাণ্ড গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এই আক্রমণকে একটি ‘অপরাধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করেছেন। অন্যদিকে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার শান্ত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
বিশ্বে যখন নিন্দার ঝড় বইছে, তখন ভেনেজুয়েলার ভেতরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তিনি দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখার অনুরোধ জানান। ক্যাবেলোর মতে, এই নজিরবিহীন আগ্রাসন নিয়ে পুরো বিশ্বের সোচ্চার হওয়া উচিত। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।
সুত্র: বিবিসি
মাসুম/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর