ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার প্রেক্ষাপটে বিসিবি এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এদিকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইয়ের সব কর্মকর্তা কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় সর্বোচ্চ পর্যায় থেকে, বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্য তা জানতেন না।
যেখানে গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি পেসারকে ছাড়ার বিষয়টি বোর্ডের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এক বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি।’
শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে।’
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুসারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর