ফ্যাসিবাদীদের জেল, জুলুম, মামলা, হামলা ও অত্যাচার সহ্য করেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার আদায়ের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুল হক।
শনিবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম জিয়ার জানাজার নামাজে যত মানুষ অংশগ্রহণ করেছেন, তা ইতিহাসে বিরল। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন পরিকল্পনায় এগিয়ে যাবে নতুন বাংলাদেশ।
এসময় তিনি আরও বলেন, সাড়ে ছয় বছর হাজতবাস করতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সেখানে অসুস্থ বানিয়ে নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাকে। আল্লাহ তাকে আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার সকল অপরাধ ক্ষমা করে তাকে বেহেশত দান করেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নারী জাগরণ সৃষ্টি করেছিলেন। দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থেকেছেন। আওয়ামী লীগ সরকারের জেল, জুলুম, মামলা, হামলা, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু দেশ ছেড়ে যাননি, আপনাদের পাশে ছিলেন।
উপজেলার উত্তর বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে ১৫ জন কুরআনের হাফেজ কুরআন খতম শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এসময় হাজার হাজার স্থানীয় জনসাধারণ ও মুসল্লী উপস্থিত হয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এসময় তিনি বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধভাবে চলতে ও শান্তি সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে আহ্বান জানান।
বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য রাখাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আমির শাহ, তাহিরপুর উপজেলা যুবদল সভাপতি এনামুল হক এনাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর