বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মিজানুর রহমান চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ঢাকায় ডেকেছিলেন। তাঁর নির্দেশেই দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখনও ঢাকায় অবস্থান করছেন এবং এলাকায় ফিরেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানান।
তিনি বলেন, "দলের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ্।"
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে ছাতক ও দোয়ারা বাজার আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর