ব্যালটের গোপনীয়তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামের ওপর কোনো ধরনের লেখা বা রাজনৈতিক প্রচারে অংশ নিলে সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
রোববার (১১ জানুযারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে ইসির "গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি" থেকে বিষযটি জানাগেছে।
এতে বলা হয়েছে, Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধুমাত্র আপনি সংগ্রহ করুন। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোন ব্যক্তির সহায়তা নেয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের উপর কোন কিছু লিখে রাজনৈতিক প্রচার প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এবার প্রথমবারের মতো প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর