গত বছরের শুরুতে দ্বিতীয় বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর যেতে না যেতেই চলতি বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে আসে তাদের বিচ্ছেদের কথা। বর্তমানে তাদের দু’জনের পথই আলাদা। বিয়ের কয়েক মাস পর থেকেই আলাদা থাকছেন রোজা ও তাহসান।
এদিকে রোজার সঙ্গে বিচ্ছেদের কথা সামনে আসতেই নানা ব্যাপারে আলোচনার বিষয় হয়েছেন তাহসান। এ নিয়ে অবশ্য নিজের মতামতও জানিয়েছেন তিনি। তবে বিয়েবিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়নের পর এবার সুখবর দিলেন এ গায়ক। ফের পর্দায় দেখা যাবে তাকে―এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন তাহসান।
নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। এতে একজন উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বেসরকারি একটি টেলিভিশনের একটি পারিবারিক গেম শো’র সিজন-২-এর উপস্থাপক হিসেবে দেখা যাবে তারকাকে।
তাহসান নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আমাদের এবারের সিজন সত্যিই জমে উঠেছে। বড় বিষয় হচ্ছে- প্রশ্নগুলোর সার্ভে সারাদেশের ৬৪ জেলা থেকে করা হয়েছে। এ জন্য প্রশ্নগুলো যেমন মজার, একইভাবে চমকপ্রদও।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেব কাজ করছেন। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।
তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর