ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি শিক্ষানুরাগী তানজীন চৌধুরী লিলি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শওকত আলী, গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সোবহান সুলতান, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল ওয়াহাব মনি, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শারমিন রহমান ও প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পরে পুরস্কার বিতরণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর