গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই বৈঠক গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয় বলে জানিয়েছে ইসি।
শনিবার (২৪ জাুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আগামীকাল রোববার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠেয় ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে ইসি সচিব গণমাধ্যমকে ব্রিফিং করবেন।
আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর