বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তজনা মূল্যবান ধাতুর বাজারে বইছে রেকর্ডের ঝড়। আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স রুপার দাম ১০০ ডলারের ঐতিহাসিক গণ্ডি অতিক্রম করে ১০২.৯৫ ডলারে পৌঁছেছে। রুপার এই নজিরবিহীন সেঞ্চুরির পাশাপাশি সোনার দামও বড় লাফ দিয়ে প্রতি আউন্স ৫ হাজার ডলারের দোরগোড়ায় পৌঁছে গেছে। শুক্রবারের বাজার বিশ্লেষণ অনুযায়ী সোনার দাম এখন ৪ হাজার ৯৮৮ ডলার। খবর রয়টার্সের।
বিশ্লেষকদের মতে খুচরা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ এবং ভৌত বাজারে দীর্ঘদিনের সরবরাহ ঘাটতিই রুপার দামকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। গত এক বছরে রুপার দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ যা ১৯৮৩ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি।
বিশেষ করে সৌর প্যানেল, ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর শিল্পে রুপার ব্যাপক চাহিদা ও সরবরাহ সংকটের কারণে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে শুল্কনীতি নিয়ে চলমান অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ডলারের পরিবর্তে নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপার দিকে ধাবিত করছে।
তবে গোল্ডম্যান স্যাকস ও ব্যাংক অব আমেরিকার মতো প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছে যে এই দ্রুত মূল্যবৃদ্ধি ভবিষ্যতে বড় ধরনের বাজার সংশোধনের ঝুঁকি তৈরি করতে পারে। বাজারের এই উর্ধ্বগতির ফলে গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সোনা ও রুপার মূল্যের অনুপাত। বর্তমানে মাত্র ৫০ আউন্স রুপা দিয়ে এক আউন্স সোনা কেনা সম্ভব হচ্ছে যা গত বছরেও ছিল ১০৫ আউন্সের বেশি। সরবরাহ চেইনে তারল্য সংকট এবং উচ্চমানের পরিশোধন সক্ষমতার অভাব ২০২৬ সালেও রুপার বাজারে এই ঘাটতি বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সুদের হার কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের এই বহুমূল্য ধাতুর দিকে আরও বেশি আকৃষ্ট করছে যা বিশ্ব অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর