বরগুনার তালতলীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ সকাল ১০ঘটিকায় তালতলী উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদালয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পিপিএম-সেবা ও জেলা নির্বাচন অফিসার মো.আতিকুল ইসলাম এবং তালতলী ডিটাচমেন্ট কমান্ডার এমদাদ উল্লাহ।কর্মশালায় অংশগ্রহন তালতলী উপজেলার ৩০টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগন।
কর্মশালায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহনকারী সকল প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর