সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ ওয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার চর শৈলাবাড়ী এলাকার ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজীব শেখের মেয়ে সুমি খাতুন (২)। এই ঘটনায় সানজিদা খাতুন নামে তিন বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তিনজন শিশু পরিত্যক্ত বেসিনটির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বেসিনটির উপরে উঠলে হঠাৎ করে বেসিনসহ দেয়ালটি ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে রায়হান ও সুমি খাতুন মারা যায় এবং সানজিদা আহত হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, করোনাকালীন সময়ে হাত ধোয়ার জন্য শালুয়াভিটা বাজারে বেসিনটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন শিশুরা বেসিনটির উপরে এবং আশেপাশে খেলাধুলা করে। বিকেলেও তিনজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বেসিনটির উপরে বসে খেলাবস্থায় নড়বড়ে দেয়ালটি ধসে পড়ে যায়। এতে তিনজনই চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউডি মামলা হিসেবে গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে। এই ঘটনায় কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর