ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসায় বহিরাগত প্রায় ৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একদল কিশোর-তরুণ কান ধরে উঠবস করাচ্ছেন। তাদের সামনে লাঠি হাতে শাসাচ্ছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা।
জানা গেছে, ভিডিওটি গত ৬ জানুয়ারি বিকেল ৪টা ৪৪ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম দিক থেকে ধারণ করা হয়।
এ ব্যাপারে সর্বমিত্র চাকমা বলেন, ভিডিওটি ফেসবুকের শিক্ষার্থী সংসদ গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এটা পজিটিভলি নিয়েছে। এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, এমন কোনো ভিডিও সম্পর্কে আমি অবগত নই। প্রত্যেক কাজেরই নিয়ম আছে। খেলতে হলে নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে খেলতে হবে।
ডাকসুর কোন সদস্য কাউকে শাস্তি দিতে পারেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনার বিস্তারিত না জেনে এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি দেখা হবে।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বলেন, ঘটনার বিষয়ে আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি এমনটি ঘটে থাকে, তবে নিশ্চয়ই এটি নিয়মবহির্ভূত এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে জানাব।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ডাকসুর কোন প্রতিনিধির পাওয়ার এক্সারসাইজ কিংবা বল প্রয়োগের সুযোগ নেই। নির্বাচিত কোনো প্রতিনিধির ক্ষেত্রে কোনো কনসার্ন আসলে নিশ্চয় সেটার ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনধিকার চর্চা করলে সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে। সেটা যেই হোক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর