আজকের দুনিয়ায় মানুষ ক্লান্ত— দুঃখে, অভাবে, অপমানে ও একাকীত্বে। অথচ ইসলাম এমন এক জীবনদর্শন দিয়েছে, যেখানে একজন মানুষ আরেকজন মানুষের জন্য রহমতের ছায়া হয়ে ওঠে। কারো বিপদ দূর করা, কারো অভাব সহজ করা, কারো দোষ গোপন রাখা— এসব ছোট খাটো কাজ নয়; এগুলো আখিরাতের কঠিন মুহূর্তে আল্লাহর বিশেষ সাহায্য ডেকে আনে। রাসুলুল্লাহ (সা.)–এর এক মহান হাদিস যেন মানবতার একটি পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন করেছে। যা অনুসরণ করলে সমাজ হয় শান্তিময় আর আখিরাত হয় নিরাপদ। কী সেই হাদিস?
রাসুলুল্লাহ (সা.)–এর অমূল্য হাদিস
হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
১. مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদসমূহের কোনো একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদসমূহের মধ্য হতে একটি (কঠিন) বিপদ দূর করে দেবেন।
২. وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব (সাহায্যের মাধ্যমে) সহজ করে দেবে, আল্লাহ তাআলা কেয়ামতের দিনে তাকে সুখ-স্বাচ্ছন্দ্য প্রদান করবেন।
৩. وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
যে ব্যক্তি কোনো মুমিনের দোষ-ত্রুটি গোপন করবে (প্রকাশ করবে না), আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।
৪. وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে।
৫. وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ
যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন পথ বা পন্থায় অনুপ্রবেশ করার সন্ধান করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতে প্রবেশ করার পথ সহজ করে দেন।
৬. وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ
যখন কোনো দল আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং জ্ঞানচর্চা করে, তাদের ওপর আল্লাহর তরফ থেকে স্বস্তি ও প্রশান্তি নাজিল হতে থাকে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং মালায়িকাহ্ (ফেরেশতাগণ) তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তাআলা মালায়িকাহর কাছে তাদের উল্লেখ করেন। আর যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। (মুসলিম ২৬৯৯, মিশকাতুল মাসাবিহ ২০৪)
কুরআনের আলোকে মানবকল্যাণ
কুরআন মানুষকে শুধু ইবাদতে নয়, মানুষের উপকারে আত্মনিয়োগ করতে শেখায়। মানবকল্যাণই সেই পথ, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের সফলতা অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন—
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى
‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।’ (সুরা আল-মায়িদা: আয়াত ২)
আল্লাহ তাআলা আরও বলেন—
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ
‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ১০)
হাদিস থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ শিক্ষা
১️. বিপদ দূর করা— আখিরাতের নিরাপত্তা: কারো দুনিয়ার কষ্ট লাঘব করলে আল্লাহ কেয়ামতের কঠিন কষ্ট দূর করে দেন।
২️. অভাবগ্রস্তকে সহজ করা— আল্লাহর বিশেষ অনুগ্রহ: অর্থনৈতিক বা মানসিক সংকটে থাকা মানুষকে সহায়তা করা আল্লাহর রহমত ডেকে আনে।
৩️. দোষ গোপন করা— নিজের ইজ্জত রক্ষা: মানুষের ভুল ঢেকে দেওয়া মানেই নিজের দুনিয়া ও আখিরাতের পর্দা সুরক্ষিত করা।
৪. জ্ঞানার্জন— জান্নাতের পথ: ইলমের পথে চলা মানুষকে আল্লাহ নিজ হাতে জান্নাতের পথে এগিয়ে দেন।
> আমলই আসল পরিচয়
*বংশ, পরিচিতি বা মর্যাদা নয়— আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্ধারণ করে শুধু আমল।
*বর্তমান সময়ের আলোকে আমাদের করণীয়
> সামাজিক জীবনে
*বিপদে পড়া মানুষকে অবহেলা নয়, সহানুভূতি দেখানো
*দান ও সাহায্য গোপনে করা
> অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে
*কারো দোষ বা ব্যক্তিগত বিষয় প্রকাশ না করা
*গীবত, অপবাদ ও কটূক্তি থেকে দূরে থাকা
> ব্যক্তিগত জীবনে
*নিয়মিত দ্বীনি জ্ঞান অর্জন
*মসজিদ ও ইলমের মজলিসে অংশগ্রহণ
*মানুষকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলা
এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়— মানুষের জন্য যা করি, তা আসলে নিজেদের জন্যই করি। আজ যদি আমরা কারো বোঝা হালকা করি, কেয়ামতের দিন আল্লাহ আমাদের বোঝা হালকা করবেন। যে সমাজে মানুষ মানুষের ঢাল হয়ে দাঁড়ায়, সেখানে আল্লাহর রহমত অবধারিত।
তাই আসুন, আমরা এমন মুমিন হই— যাদের মাধ্যমে মানুষ স্বস্তি পায় এবং যাদের আমলের কারণে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।
কুশল/সাএ
সর্বশেষ খবর