পাবনা-৩ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসাদুল ইসলাম হীরাসহ ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭ জানুয়ারী মঙ্গলবার এতথ্য নিশ্চিত চিঠি প্রদান করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন-চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান লেবু ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ।
উল্লেখ্য, বহিষ্কৃত নেতারা জাতীয়তাবাদী দল নিএনপির দলীয় প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের (ধানের শীষ) বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় প্রার্থীর দাবিতে মিছিল সহ আন্দোলন সংগ্রাম করেছিলেন তারা। বর্তমানে তারা বিদ্রোহী প্রার্থী সদ্য বহিস্কৃত সাবেক সংসদ কেএম আনোয়ারুল ইসলামের (ঘোড়া) প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর