বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম আকাশছোঁয়া। আজ বুধবার (২৮ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি। তারপরও স্বর্ণের গহনায় নারীদের আগ্রহের কমতি নেই বরং একটু বেশিই। অনেক টাকা খরচ করে অনেকেই স্বর্ণ কেনেন। তবে খাঁটি স্বর্ণ চিনতে পারেন না অনেকে। প্রথম দেখায় আসল এবং নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন। স্বর্ণ খাঁটি কিনা তা বাড়িতেই পরীক্ষা করুন এ সহজ উপায়গুলো জেনে নিন।
বিআইএস হলমার্ক যাচাই করুন
খাঁটি সোনা চেনার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো বিআইএস হলমার্ক দেখা। এই মধ্যে থাকে একটি ত্রিভুজ আকৃতির (বিআইএস-এর লোগো), হলমার্কিং সেন্টারের সিল এবং সোনার বিশুদ্ধতার মান। বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নগুলো গয়নার ভেতরের দিকেই খোদাই করা থাকে।
ফাইননেস নম্বর বুঝে নিন
সোনার বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট (কেটি) দিয়ে নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৪কেটি সোনাই সবচেয়ে খাঁটি। তবে গয়না তৈরিতে সাধারণত ২২কেটি (৯১৬), ১৮কেটি (৭৫০), ১৪কেটি (৫৮৫) ও ১০কেটি স্বর্ণ ব্যবহৃত হয়। ফাইননেস নম্বর যত বেশি হবে, স্বর্ণের মান তত উন্নত বলে ধরা হয়।
অ্যাসিড টেস্ট
আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। যেখানে অ্যাসিড পড়ল সেই জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়।
পানি দিয়ে পরীক্ষা
একটি বড় গামলায় দুই গ্লাস পানি নিন। তাতে কিনে আনা স্বর্ণের গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কিনা। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল। খাঁটি সোনা জলে তাড়াতাড়ি ডুবে যায়।
চুম্বক দিয়ে পরীক্ষা
খাঁটি স্বর্ণ কখনোই চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। এবার একটি শক্তিশালী চুম্বক নিয়ে আপনার কেনা স্বর্ণের গহনার কাছে ধরুন। যদি দেখেন যে স্বর্ণ চুম্বকের সঙ্গে আটকে যাচ্ছে না তাহলে বুঝবেন যে স্বর্ণ খাঁটি।
চিনামাটির প্লেট
একটি চিনামাটি বা সেরামিকের প্লেট নিন। এবার তার ওপর দিয়ে স্বর্ণের বাট, কয়েন বা গয়না যেটাই কিনে থাকুন, সেটি আস্তে আস্তে ঘষুন। যদি দেখেন প্লেটের ওপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।
ভিনেগার পরীক্ষা
একটু ভিনেগার (সিরকা) নিয়ে স্বর্ণের ওপর ফোটান। যদি রঙ পরিবর্তন হয়, তবে সেটি খাঁটি নয়। খাঁটি স্বর্ণের রঙ অপরিবর্তিত থাকবে।
সূত্র: ইন্ডিয়া ডট কম
কুশল/সাএ
সর্বশেষ খবর