ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি এডভোকেট ড. মোবারক হোসেন তার সংক্ষিপ্ত নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে শিক্ষা উন্নয়ন, নারী কর্মসংস্থান ও নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ এবং বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই মাদক ও দুর্নীতি চিরতরে নির্মূল করার লক্ষ্য নিয়ে ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ড. মোবারক হোসেন বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য। আমরা চাই একটি বেকারত্বমুক্ত, বৈষম্যহীন সমাজ। কুমিল্লা-৫ আসনে প্রথমেই নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনবো।” তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তার নির্বাচনি অঙ্গীকার।
এ সময় তিনি জানান, আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলায় সফর করবেন। সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহাসিক নিমসার কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে বলে জানান ড. মোবারক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি মো. সফিউল্লাহ, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।শেষে ড. মোবারক হোসেন আসন্ন নির্বাচনে সকলের প্রতি ‘হ্যাঁ ভোট’ প্রদানের আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর