বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মণি বলেছেন, জামায়াত দাবি করে তারা মারা গেলে জান্নাত দিতে পারবে, অথচ এখন তাদের টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে! তিনি প্রশ্ন তুলে বলেন, জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন।
জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম এ কথা বলেন।
জনসভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে নুরুল ইসলাম বলেন, কেউ কি আগামীকাল সকালে বেঁচে থাকতে চান না বা মরতে চান। উপস্থিত সবাই ‘না’ বললে তিনি বলেন, জামায়াত বেহেশতে পাঠানোর কথা বলছে, কিন্তু কেউ তো মরতেই চায় না। তাহলে তারা বেহেশতে পাঠাবে কীভাবে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের জান, মাল ও ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার ফল ভোগ করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর