আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সিদ্ধান্তে খেলছে না বাংলাদেশ। তবে মাঠের খেলায় না থাকলেও সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি থাকছে ম্যাচ পরিচালনায়। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ আসরে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ৩০ সদস্যের ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় সৈকত ও সোহেলের নাম নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছেন। গত দুই বছরে তিনি একাধিক বড় টুর্নামেন্টের পাশাপাশি বোর্ডার-গাভাস্কার ট্রফি ও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মতো সিরিজে আম্পায়ারিং করেছেন। গাজী সোহেলও ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন; সবশেষ এশিয়া কাপেও তাকে আম্পায়ারিং করতে দেখা গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করছে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। একাধিক দফা আলোচনার পরও সিদ্ধান্তে পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের জায়গায় ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইসিসির ঘোষিত ৩০ সদস্যের তালিকায় ছয়জন ম্যাচ রেফারি এবং ২৪ জন আম্পায়ার রয়েছেন। আম্পায়ারদের মধ্যে আছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো ও আহসান রাজাসহ অভিজ্ঞ নামগুলো।
ম্যাচ রেফারি: ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, কে এন এ পদ্মনভন, আলাউদ্দিন পালিকের, আহসান রাজা, লেসলি রাইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি, আসিফ ইয়াকুব।
মাসুম/সাএ
সর্বশেষ খবর