ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে গাজির বাজার স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করছিলেন রাশেদ খাঁন। কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, আপনারা সবাই জানেন। খুনের বিচার করা হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা গণঅভ্যুত্থান করে বিজয় লাভ করেছি। আমরা কারোর হুমকিতে ভয় পাই না। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে কালীগঞ্জ উপজেলাকে মডেল করে গড়ে তোলা হবে।
রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করব। এখানে কোনো রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে চাই।
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ও বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল গাজির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর