ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এম এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা আবু তালিব।
বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নের কোথায় কী সমস্যা রয়েছে, তা তার অজানা নয়। বর্ষা মৌসুমে বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠ দীর্ঘদিন জলাবদ্ধ থাকে এবং বালিয়াডাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী দাখিল মাদরাসার দূরাবস্থার কথাও তিনি জানেন। তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না; বরং জনগণের সেবাকেই নিজের একমাত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা ওলিউর রহমান। এছাড়া বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, খেলাফত মজলিসের কালীগঞ্জ থানা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ আদর্শ শাখার সভাপতি ঈশা খাঁ। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
জনাকীর্ণ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা আবু তালিবকে বিজয়ী করতে হবে। তারা ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানেরও আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর