প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় নতুন এমসিকিউ অংশের পরীক্ষায় শুধু ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিচ্ছুরা অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।
তবে এই ইউনিটে অংশ নেয়া বিজ্ঞান ও মানবিকের ভর্তিচ্ছুদের ভর্তির ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল ১৭ এপ্রিল তারিখ সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।
এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে ব্যবসায় শাখা থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়টি জানানো হয়। আগামী ১৭ মে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর