
দোষ-গুণের মিশ্রণেই মানুষ। কোনো মানুষ একেবারে স্বয়ংসম্পূর্ণ নন, ভুল ত্রুটি থাকতেই পারে। কারো ভুল হয়ে গেলে তাকে সুন্দরভাবে শুধরিয়ে দেওয়া কাম্য। কেউ ভুল করে বসলে তাকে আক্রোমণ করা বা অন্যের সামনে তার ভুল নিয়ে সমালোচনা করা উচিত নয়।
ব্যক্তিগত জীবন সামনে এনে অন্যের সামনে কাউকে হেয় প্রতিপন্ন করা খুবই ঘৃণ্য এবং গর্হিত কাজ। ইসলামে অন্যের দোষ চর্চাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। (সূরা হুজুরাত, আয়াত : ১২)
কারো দোষ নিয়ে আলোচনাকে ইসলামের দৃষ্টিতে গিবত বলা হয়েছে। এ বিষয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত—
একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জান, গীবত কাকে বলে? লোকেরা বলল, ‘আল্লাহ ও তাঁর রাসূল অধিক জানেন।’ তিনি বললেন, তোমার ভাই যা অপছন্দ করে, তাই তার পশ্চাতে আলোচনা করা।
বলা হল, ‘আমি যা বলি, তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে আপনার রায় কি? (সেটাও কি গীবত হবে?)’ তিনি বললেন, “তুমি যা (সমালোচনা করে) বললে, তা যদি তার মধ্যে থাকে, তাহলেই তার গীবত করলে। আর তুমি যা (সমালোচনা করে) বললে, তা যদি তার মধ্যে না থাকে, তাহলে তাকে অপবাদ দিলে। (সহীহ মুসলিম, হাদিস : ২৫৮৯)
আরেক হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হল, সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল খামচে ক্ষত-বিক্ষত করছিল।
আমি, প্রশ্ন করলাম, ওরা কারা? হে জিবরীল! তিনি বললেন, ওরা সেই লোক, যারা মানুষের গোশত ভক্ষণ করত ও তাদের সম্ভ্রম লুটে বেড়াত। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৮৭৮)
অন্যের সমালোচনার ক্ষতি নিয়ে এক হাদিসে আলী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন—
ব্যতিব্যস্ত হয়ো না এবং কারো গোপন তথ্য ফাঁস করো না। কেননা তোমাদের পশ্চাতে রয়েছে কিয়ামতের ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদ। (আদাবুল মুফরাদ, হাদিস : ৩২৭)
অন্যের দোষ চর্চা থেকে বিরত রাখতে এক হাদিসে হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, তুমি যখন তোমার সঙ্গীর দোষচর্চা করতে ইচ্ছা করো, তখন তোমার নিজের দোষ স্মরণ করো। (আদাবুল মুফরাদ, হাদিস : ৩২৮)
আমরা অনেকেই অন্যের দোষ নিয়ে আলোচনা করে পৈচাশিক আনন্দ পাই। অথচ অন্যের গোপন করার মাঝে ফজিলত রয়েছে। আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা রয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। (ইবনে মাজাহ, হাদিস :২৫৪৪)
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর