
সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ মে) বাদ আসর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় জানাজা শেষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিহত রুবেল মন্ডল আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যবসা দখলের উদ্দেশ্যে রুবেলকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মেম্বার রুহুল মন্ডল টানা দুইবার বিপুল ভোটে নির্বাচিত হন এবং এলাকায় একজন সুপরিচিত জনপ্রতিনিধি। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। এরপর তার ব্যবসা দেখভালের দায়িত্ব পান ছোট ভাই রুবেল মন্ডল।
ঘটনার দিন রুবেলকে বাড়ি থেকে ডেকে নেয় আলা উদ্দিন আলো। পরে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা—শান্ত, গরুর ডাক্তার জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান, মিলন মন্ডলসহ আরও অজ্ঞাতনামা ৬-৭ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আলা উদ্দিন আলোকে গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা এখনো পলাতক। এলাকাবাসী দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে নিহত রুবেলের স্ত্রী রিমি আক্তার ছাড়াও অংশগ্রহণ করেন স্থানীয় সমাজসেবক খোরশেদ মন্ডল, জাকির হোসেন, কামরুল মন্ডল, মাহাবুব, মহর মন্ডল, পারভেজ, আশরাফ হোসেনসহ কয়েক শতাধিক এলাকাবাসী।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, এ হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর