
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শোভন (১৭) ও লাম (১৮) নামে দুই কলেজছাত্র বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি যাত্রী নাজিম (২০) সহ আরও কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে থাকা দুই বন্ধু বরাটিয়া এলাকায় পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয় এবং গুরুতর আহত লাম কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত শোভন পাকুন্দিয়া উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা জসিম উদ্দিনের ছেলে এবং লাম মধ্য পাকুন্দিয়া গ্রামের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন মানিকের ছেলে। তারা দুজনই পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহত নাজিম করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় সিএনজির আরও কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, একজনকে ঘটনাস্থলে মৃত পাওয়া গেছে এবং আরেকজনকে কিশোরগঞ্জ রেফার্ড করার পথে মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর