
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় কাঠবাদামের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শিশুটির মা তাসলিমা আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। পরে মামলায় অভিযুক্ত বৃদ্ধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কামাল উদ্দিন (৫০) একই এলাকার বাসিন্দা। সোমবার (৪ মে) দুপুরে তাসলিমা আক্তার তার মেয়েকে প্রয়োজনে পাশের বাড়িতে পাঠান। এ সময় কামাল উদ্দিন শিশুটিকে কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। পরে সেখানে গাছতলায় তার মুখ ও হাত-পা চেপে ধরে ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দে এক নারী পথচারী এগিয়ে এসে বিষয়টি দেখতে পান এবং পরিবারের লোকজনকে জানান।
পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে সমাজের গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে ভুক্তভোগী পরিবার জানান। কিন্তু ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সমাধান হয় নি।
ভুক্তভোগী শিশুর মা আরোও জানান,যদি ওই মহিলা ঘটনাটি না দেখে ফেলতো তাহলে আমার মেয়েকে মেরেই ফেলতো। আমরা যদি ৬ বছর বয়সী ছোট্ট এই শিশু নির্যাতনের (ধর্ষণের) ঘটনার সঠিক বিচার না পাওয়ায় আইনের আশ্রয় নিয়েছি।কামাল উদ্দিন নামের ওই ব্যক্তি বিভিন্ন সময় মহিলাদের খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করতো। এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় প্রশাসনের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,ধর্ষণের মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল রাত ১১ টার দিকে অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর