
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগে প্রশাসনের ‘নীরব ভূমিকা’র প্রতিবাদে কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও স্থানীয় সাধারণ জনগণ। বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলা সদরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। মিছিলটি মিঠামইন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘বিনা বাধায়’ দেশত্যাগ করেছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
এছাড়া বক্তারা সাবেক রাষ্ট্রপতির পরিবারের কিছু সদস্য—তার ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম ও ভাতিজা শরীফ কামালের বিরুদ্ধে স্থানীয়ভাবে ‘প্রভাব বিস্তার ও গোপন কার্যক্রম পরিচালনার’ অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর